
চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ মাগুরাঘোনা ইউনিয়নে ধ্র“বের উদ্যোগে এবং রোটারী ক্লাব অব খুলনা মহানগর ও মনোয়ারা ডায়াগনষ্টিক সেন্টার এর সহযোগীতায় ফ্রি ঔষধ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীর ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন খুলনার মনোয়ারা ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মুস্তাফিজুর রহমান শান্ত এবং খুলনা সদর হাসপাতালের ডাঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ধ্র“বের নির্বাহী প্রধান মিঃ উত্তম দাস,ধ্র“বের সুপার ভাইজার মাসুম বিল্লাহ,সুপার ভাইজার সুমা আইচ প্রমুখ। এখানে প্রায় ২শতাধিক গরীর ও অসহায় রোগীদের ফ্রি ঔষধ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।