
গাজী আব্দুল কুদ্দুস ::
মাগুরাঘোনায় ধ্রুবের উদ্যোগে ও বিডিএন এর সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় বাদুড়িয়া ধ্রুব স্কুল বাড়িতে র্যালি শেষে মোছাঃ খালেদা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধ্রুবের নির্বাহী প্রধান মিঃ উত্তম দাস। বক্তব্য রাখেন ধ্রুব সংস্থার সুপার ভাইজার মাসুম বিল্লাহ,সুপার ভাইজার সুমা আইচ,শিক্ষক জিল্লুর রহমান,শিক্ষক স্বপ্না মজুমদার প্রমুখ। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল“সময় এখন নারীর,উন্নয়নে তারা বদলে যাচ্ছে,গ্রাম শহরে কর্ম জীবন ধারায়”।
##