চুকনগরে এক সপ্তাহেও অপহৃত বিএনপি নেতা নজরুলের সন্ধান মেলেনি : পরিবার হতাশ


500 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চুকনগরে এক সপ্তাহেও অপহৃত বিএনপি নেতা নজরুলের সন্ধান মেলেনি : পরিবার হতাশ
মার্চ ২৪, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ::
চুকনগরে জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক,সাবেক ইউপি সদস্য,আঁঠারমাইল বিএমকে দাখিল মাদ্রাসার শিক্ষক ও মাগুরাঘোন ইউনিয়নের বেতাগ্রামের মৃত মানিক মোড়লের পুত্র নজরুল ইসলাম মোড়ল (৪৫) অপহরণ হওয়ার পর সপ্তাহ অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। গত ১৭মার্চ শনিবার রাত আনুমানিক ৮টার দিকে আটলিয়া বেতাগ্রাম গ্রামীন সড়কের চৌরাস্তার মোড় নামকস্থান হতে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু সেই অদ্যবধি তার কোন সন্ধান বের করতে পারেনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। তার সন্ধান চেয়ে জেলা বিএনপির শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে মানব বন্ধন করে এবং শনিবার বিক্ষোভ কর্মসূচী পালন করে। তাদের ২দিনের কর্মসূচীও শেষ হয়েছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে তার সন্ধান না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাতসহ হতাশ হয়ে পড়েছে পুরো পরিবার।


এদিকে শনিবার দুপুরে উপজেলা বেতাগ্রামে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য বিরাজ করছে। নজরুলের মমতাময়ী মা,স্ত্রী ও তার ২পুত্রের আহাজারিতে সেখানে বিরাজ করছে এক শোকাতুর পরিবেশ। এরপর এলাকায় খোঁজ খবর নিয়ে জানাযায়,নজরুলের তেমন কোন শক্র নেই। যারা তাকে অপহরণ করে গুম করতে পারে। তিনি আঁঠারমাইল বিএমকে দাখিল মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ১৯৯১সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। এরপর পর থেকে তিনি বিএনপির আদর্শে অনপ্রাণীত হয়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তিনি ইউনিয়ন ছাত্রদল,যুবদল ও বর্তমানে খুলনা জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বেতাগ্রাম ওয়ার্ড থেকে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। ২০১৬সালে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন না দেয়ায় প্রথমে তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন। কিন্তু বিএনপি তার জনপ্রিয়তা দেখে দলীয় প্রার্থীকে বসিয়ে দিয়ে তাকে বিএনপির প্রার্থী হিসানে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ২পুত্র সন্তানের জনক। সদা হাস্যেজ্জ্বল নজরুল ইসলাম অত্যন্ত ধর্মভীরু মানুষ ছিলেন। সব সময় তিনি পাজামা,পাজ্ঞাবী ও টুপি পরতেন। কোন দিন তাকে কোন ঝামেলায় জড়াতে দেখা যায়। জীবনে আসা সকল পরিস্থিতি তিনি ঠান্ডা মাথায় ধৈর্য্যরে সাথে সামাল দিয়েছেন। তার স্ত্রী তানজিলা বেগমও স্বামীর মত অত্যন্ত ধর্মভীরু একজন মহিলা। তার ২ছেলেকে তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন। বড় ছেলে ওয়াহিদুজ্জামান মোড়ল তার শিক্ষা প্রতিষ্ঠান আঁঠারমাইল বিএমকে দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। আর ছোট ছেলে তানভিরুজ্জামান মোড়ল বাকারা কেশবপুর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। এক কথায় বলা যায় তার পবিবারটি অত্যন্ত ধর্মভীরু পরিবার। এদিকে গত ১৫মার্চ খুলনা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক কুদরতে আমীর এজাজ খানের নেতৃত্বে জেলা বিএনপি সহ সকল উপজেলার নেতৃবৃন্দ বিকাল ৫টার দিকে অপহৃত নজরুলের বাড়িতে আসলে তাদের উপস্থিতিতে নজরুলের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। সে কান্নায় চারিদিকের আকাশ বাতাস ভারী হয়ে যায়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ নজরুলের পরিবারকে স্বান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলে। নজরুলের পরিবারের হাহাকার দেখে সেদিন উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। তারপরও জেলা বিএনপির নেতৃবৃন্দ নিজেদের সামলে নিয়ে তার পরিবারকে স্বান্তনা দেন এবং পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার পরামর্শ দেন। এদিকে ডুমুরিয়াবাসী নজরুল ইসলামের মত একজন ধর্মপরায়ন ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনয়ের সাথে জোর দাবি জানিয়েছে।

##