
গাজী আব্দুল কুদ্দুস ::
চুকনগরে গলায় ওড়না পেচিয়ে স্বামী পরিত্যাক্তা এক মহিলা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে পিতার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্নহত্যা করে।
মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকারিয়া হুসাইন ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কুলবাড়ীয়া গ্রামের ফারুক হোসেন খানের স্বামী পরিত্যাক্তা কন্যা ইরানী খাতুন(১৬) দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিল। এ কারনে সে স্বামীর সংসারে বেশি দিন টিকতে পারেনি। পিতার বাড়িতে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে সে আত্নহত্যা করে। বাড়ীর লোকজন তাকে না পেয়ে অনেক খোজাখুজির এক পর্যায় ঘরের ভিতর গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাকারিয়া হুসাইন জানায়, খোঁজ খবর নিয়ে জানাযায়,মেয়েটির মানষিক ভারসাম্যহীনতার কারণে সে আতœহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।