
চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥
চুকনগরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি চৈতালী হালদার চৈতি।
সোমবার বিকাল ৪টায় নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে চুকনগর শ্রী শ্রী সর্ব্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্র প্রাঙ্গনে ১ হাজার মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
আটলিয়া ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি মাষ্টার আশুতোষ নন্দীর সভাপতিত্বে বস্ত্র বিতরণের পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শোভারানী হালদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়,প্রহ্লাদ ব্রক্ষ্র,অরুন নন্দী,যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ,ইউপি সদস্য মনিরুজ্জামান রাজু,আব্দুল হালিম মুন্না,ছাত্রলীগ নেতা সম কবিরুল ইসলাম,এসএম মাহাবুব আলম সোহাগ,ইমরান হুসাইন,বিপ্লব ঘোষ,বুলবুল আহম্মেদ কাজল,রতন ঘোষ,শ্রী পদ মল্লিক প্রমুখ।