
গাজী আব্দুল কুদ্দুস ::
চুকনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সেবা ডায়াগনষ্টিত সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শহরের সাতক্ষীরা রোডে অবস্থিত সেবা ডায়াগনষ্টিত সেন্টারের সামনে গরীব,অসহায় ও দুস্থ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্টার মেডিসিন বিভাগের ডাঃ অর্পনা রায়,অর্থ পেটিস্ক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ পলাশ কুমার দে,এক্র উপ-সহকারী আইসি ই্উ খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ আরশাফ আলী। সার্বিক সহযোগীতা করেন বিএম ফিরোজ আহম্মেদ,আফজাল হোসেন,বিএম নাজমুল ইসলাম,সুমা,পঞ্চি মল্লিক প্রমুখ। এ সময় প্রায় ৩শ ৫০রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
##