
গাজী আব্দুল কুদ্দুস ::
চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে তার জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস এম জুলফিক্কার আলী জুলু। অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউনের পরিচলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক আনিচুর রহমান, প্রভাষক শশাংঙ্ক রায়, প্রভাষক অশোক রায়, প্রভাষক প্রদীপ চক্রবর্তী, প্রভাষক নিমাই কৃষ্ণ মল্লিক, প্রভাষক সাধনা কর্মকার, প্রভাষক সেলিনা খাতুন, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ।
আলোচনা সভায় সড়ক দূর্ঘটনায় অত্র কলেজের মেধাবী ছাত্র আব্দুর রহমানের অকাল মূত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার রুহেম মাগফিরাত কামনা করা হয়।
##