
চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ চুকনগরে খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক,সাবেক ইউপি সদস্য ও আঠারমাইল বিএমকে দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার ১২ঘন্টা অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় তার স্ত্রী তানজিলা বেগম ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং -৯০৪। এব্যাপারে নজরুল ইসলামের স্ত্রী তানজিলা বেগম বলেন তার স্বামীকে শবিবার রাতে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে গেছে। অনেক খোঁজা খুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই তিনি ডুমুরিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডাইরী করেছেন্। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন,নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার পরপরই তার স্ত্রী একটি নিখোঁজ জিডি করেছেন। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। তরে তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত ১৭মার্চ উপজেলা মাগুরাঘোনা গ্রামের মৃত মানিক মোড়লের পুত্র নজরুল ইসলাম মোড়ল (৪৫)আটলিয়া গ্রামের চৌরাস্তা মোড় নামকস্থান হতে নিখোঁজ হয়। এ সময় ঘটনাস্থল হতে তার কাছে থাকা এ্যাপাসি টিভিএস আর টি আর লাল কালার মোটর সাইকেল,মোটর সাইকেলের চাবি ও তার মাথায় দেয়া টুপি উদ্ধার করে পুলিশ। কিন্তু তিনি নিখোঁজ হওয়ার ১২ঘন্টা অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এঘট্নায় তার পরিবারে চরম হতাশা নেমে এসেছে।
###
চুকনগরে নির্মানধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের করুন মূত্যু
চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ চুকনগরে নির্মানধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মান শ্রমিকের করুন মূত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে আঁঠারমাইল বাজারে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঁঠারমাইল বাজারে আরশাফুল ইসলাম ও মিলন হোসেন নামে ২ব্যক্তির একটি নতুন ভবনে কাজ করছিল কয়েকজন শ্রমিক। এদের মধ্যে আব্দুর রহমান নামে একজন শ্রমিক নিজের অসাবধনতা বশতঃ পা পিছলে দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে নিচে যায়। এ সময় নিচে থাকা ইটে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এতে তার মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নির্মান শ্রমিক বারইহাটি গ্রামের আহম্মদ আলী মোঙ্গলীর পুত্র আব্দুর রহমান মোলঙ্গী (৩০)। এঘটনায় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকারিয়া হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
###