
গাজী আব্দুল কুদ্দুস ::
চুকনগরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। দুপুর ১২টার দিকে এ বিবাহটি তার নির্দেশে বন্ধ করে দেয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়,উপজেলা চুকনগর গ্রামের আব্দুল মজিদ গাজীর পুত্র (২০) এর সাথে নরনিয়া গ্রামের মোসলেম উদ্দিন মোড়লের নরনিয়া মহিলা মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়–য়া কন্যা জেসমিন খাতুন (১২)কে বিবাহ দেয়া হচ্ছিল। এ সংবাদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় জানতে পারলে তিনি তার প্রতিনিধি হিসাবে সুর্ইায়া খাতুনকে পাঠিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরুর পূর্বের বিবাহের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন এবং তিনি পাত্র ও পাত্রী পক্ষের নাম ঠিকানা লিখে নিয়ে যান।
##