চুকনগর সংবাদ ॥ দূরবীনের আয়োজনে আলোচনা সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী


587 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
চুকনগর সংবাদ ॥ দূরবীনের আয়োজনে আলোচনা সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
এপ্রিল ২, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গাজী আব্দুল কুদ্দুস ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চুকনগরে দূরবীনের আয়োজনে এক আলোচনা সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বার বার নৌকা প্রতীকে ভোট দিয়ে এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। শনিবার রাত সাড়ে ৯টায় চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দূরবীনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দূরবীনের সভাপতি শেখ মুর্শিদুল আলম মুর্শিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ দেব এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার,উপজেলা ভারপ্র্প্তা অফিসার মোহাম্মদ হাবিল হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার মুস্তাফিজুর রহমান দুলু,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সরদার ওহিদুল ইসলাম,যুবলীগ নেতা অধ্যাপক জুলফিক্কার আলী জুলু,প্রভাষক গোবিন্দ ঘোষ,সরদার শরিফুল ইসলাম,গাজী শামীম হোসেন মিঠু,মৃনাল কান্তি হালদার,ইন্দ্রজিৎ দেব,জাকির হোসেন মিল্টন,সম কবিরুল ইসলাম,ইকবল হোসেন সালাম,বাপ্পী রায়,ফাইমুল ইসলাম জনি,আলাউদ্দিন মালী,খোরশেদুল আলম,ইব্রাহিম হোসেন,শাহাদাৎ হোসেন দিপু প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
চুকনগরে স্বপ্ন সিড়ি মিনি চাইনিজ রেষ্টুরেন্টের উদ্বোধন
চুকনগর (খুলনা) প্রতিনিধি ::
চুকনগরে স্বপ্ন সিড়ি মিনি চাইনিজ এ্যান্ড ফাষ্ট ফুড নামে একটি রেষ্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম বুলু আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব,সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান সরদার,জিল্লুর রহমান,ওয়াল টন শো রুমের সত্ত্বাধিকারী সরদার হাফিজুর রহমান,চুকনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল ক্দ্দুুস মোবাইল লিংক এর সত্ত্বাধিকারী প্রভাষক হাফিজুর রহমান,গাজী আমিনুল ইসলাম বুলবুল,হযরত আলী মোড়ল,রেজওয়ান হোসেন,আব্দুর রাজ্জাক,বোরহান উদ্দিন প্রমুখ।
##
চুকনগরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্টু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত
চুকনগর (খুলনা) প্রতিনিধি ::
চুকনগরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ১মদিন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবছর চুকনগরে মোট ৭১১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এরমধ্যে মূল কেন্দ্র চুকনগর ডিগ্রী কলেজে মোট ১৮৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে এবং ভেন্যু আঠারমাইল বিএম কলেজে ৫২২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এছাড়া বিএম শাখায় মোট ২৯৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। মুল কেন্দ্রটি সার্বক্ষনিক তদারকি করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা এবং ভেন্যু কেন্দ্রটি সার্বক্ষনিক তদারকি করেন উপজেলা আই সি টি মোঃ শাহাদাৎ হোসেন।
##
চুকনগরে জাল জালিয়াত সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করার অভিযোগ,
নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ
চুকনগর (খুলনা) প্রতিনিধি ::
চুকনগরে জাল জালিয়াত সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে বাদুড়িয়া এস,পি স্বতস্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া উল্লেখ করেন ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের সাজ্জাত উদ্দিন খানের পুত্র মোসলেম উদ্দিন খান গত ২০১২সালের ৮জুলাই বাদুড়িয়া এস,পি স্বতস্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী মৌলভী আলিম পদে শিক্ষকতার জন্য চাকুরীতে যোগদান করেন। কিন্তু তার নিয়োগ সংক্রান্ত কাগজ পত্রাদি জাল। ২০০২সালে নূরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হতে আলিম ১ম বিভাগ এর একটি সার্টিফিকেট দেখান যা সম্পূর্ণ জাল সার্টিফিকেট। তার প্রমান স্বরুপ উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু সাঈদ সার্টিফিকেটের ফটোকপির অপর পাতায় উল্লেখ করেন মোসলেম উদ্দিন পিতা সাজ্জাত উদ্দিন রোল নং-১৩২৭১৯,সেশন ২০০০-২০০১,অত্র নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০০২সালে আলিম পরীক্ষায় অংশ গ্রহন করে রির্পোটেড হিসাবে ফল প্রকাশিত হয়। অথ্যাৎ তিনি ফেল করেছেন। অথচ মোসলেম উদ্দিন অত্র মাদ্রাসা হতে পাশ করার সার্টিফিকেট জমা দিয়েছেন। তাছাড়া মোসলেম উদ্দিন কেশবপুর বাহারুল উলুম আলিয়া (কামিল) মাদ্রাসা হতে ২০০৪সালে জাল জালিয়াত সার্টিফিকেট দেখিয়ে বর্তমানে প্রাণ কোম্পানীতে চাকুরীরত আছেন। এ নামে উক্ত মাদ্রাসায় তার কোন পরীক্ষা দেয়া বা ফাজিল পাশের কোন রেকর্ডপত্র নেই। ইতোমধ্যে সহকারী পরিচালক,দাখিল ও এবতেদায়ী মাদ্রাসা,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর,ঢাকায় (যার স্বারক নং-৫৭,২৫,০০০০,০০৪,০২,০০৬,১৬-০৪০৮)গত ২০১৭সালের ৪জুলাই তারিখে সমস্ত স্বতস্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অনুদান দেয়ার জন্য চিঠি প্রদান করে। এই লক্ষ্যে মোসলেম উদ্দিনের নিয়োগ সংক্রান্ত কাগজ পত্রাদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ডুমুরিয়া-খুলনার সন্দেহ করেন। যে কারণে শিক্ষকদের অনুদান প্রাপ্তির জন্য তার নাম বাদ দিয়ে শুন্যপদ দেখায় এবং ঐ অবস্থায় জেলা শ্ক্ষিা অফিস খুলনায় পাঠায়। তবে জমাকৃত নিয়্গো সংক্রান্ত কাগজ পত্রে তৎকালীন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি সহ যে নামমাত্র নিয়োগ বোর্ড গঠন করা হয়। তা শুধু কাগজে কলমে। এর কোন বাস্তবতা নেই। নির্বাহী অফিসার এর সিল স্বাক্ষর জাল করা সহ অন্য সকলের স্বাক্ষরও জাল করা হয়েছ্।ে যার স্পষ্ট প্রমান সভার কার্য্য বিবরণী বহিতে পাওয়া গেছে। তাছাড়া মোসলেম উদ্দিন যে সার্টিফিকেট দেখিয়ে চাকুরীতে যোগদান করেন সে সার্টিফিকেট গুলো তার নাম ঠিকানা হাতে লেখা। কিন্তু একাধিক সুত্রে জানাযায় হাতে লেখা কোন সার্টিফিকেট বোর্ড কাউকে দেয় না। এ ব্যাপারে নিয়োগ বোর্ডের উপস্থিত দেখানো নুরানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ বলেন অত্র বিদ্যালয়ের কোন নিয়োগ বোর্ডে আমি যায়নি এবং আমি কোন কাগজে সাক্ষর করিনি। যদি আমার উপস্থিতি বা সাক্ষর দেখানো হয় তা ভূয়া। এব্যাপারে বাদুড়িয়া এস,পি স্বতস্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রেজওয়ান উল্লাহর ০১৭৭৭-১৫৯৬৯৬ নম্বরে কল করা হলে প্রথমে কল বাজে কিন্তু তিনি রিসিভ না করে পরে ফোনটি সারাদিন বন্ধ করে রাখেন।
##