
স্টাফ রিপোর্টার ::
আমার বাড়িতে চুরি হয়েছে। এ নিয়ে থানায় মামলা করেছি। পুলিশ তদন্ত শেষে আবদুল হাই নামের এক আসামিকে গ্রেফতারও করেছে। অথচ এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে উঠেপড়ে লেগেছে আবদুল হাইয়ের স্ত্রী শিল্পী খাতুন। শিল্পী মিথ্যা কল্পকাহিনী রচনা করে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করে একথা বলেন সাতক্ষীরা শহরের বাটকেখালি গ্রামের জব্বার মুন্সির ছেলে মো. রেজাউল ইসলাম। তিনি বলেন আবদুল হাইয়ের পরিবারের স্ত্রীদের কাজ হচ্ছে ভুয়া ও স্পর্শকাতর তথ্য দিয়ে এলাকার মানুষের সুনাম ক্ষুন্ন করা।
তিনি বলেন আমি সুলতানপুর বড় বাজারের ভাই ভাই স্টোরের মালিক। গত ১৯ মার্চ তার বাড়িতে চুরি হয় উল্লেখ করে তিনি বলেন তিনি বিষয়টি সাতক্ষীরা থানায় জানালে স্বয়ং ওসি ঘটনাস্থলে তদন্তে যান। তদন্ত শেষে এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে পুলিশ। তিনি বলেন আবদুল হাইয়ের ভাই শরিফুল ও সাইফুলের বিরদ্ধে বিভিন্ন মামলা আছে। তারা জেলও খেটেছে।
রেজাউল বলেন এই চুরির দায় থেকে নিজেদের রক্ষার জন্য আবদুল হাইয়ের স্ত্রী তার বিরুদ্ধে তাকে অনৈতিক প্রস্তাবের মিথ্যা অভিযোগ এনেছে। এ নিয়ে সে সংবাদ সম্মেলন করে রেজাউলের মানহানি ঘটিয়েছে। তিনি বলেন আবদুল হাই ও তার পরিবারের শরিফুল, সাহেব আলি ও সাইফুল নানা অপরাধে জড়িত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন আবদুল হাইয়ের স্ত্রী শিল্পী খাতুন বুধবার সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে করে যা বলেছেন সবই মিথ্যা ও বানোয়াট। তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন এ বিষয়ে আমি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেজাউলের ভাই রবিউল ইসলাম ও মইনুল ইসলাম।
##