
স্টাফ রিপোর্টার ::
মজিতপুর এলাকায় গভীর রাতের দুঃসাহসিক চুরি হয়েছে। চুরি চোর আতঙ্কে ভুগছে মজিতপুর এলাকাবাসী শনিবার (২৬ নভেম্বর ) গভীর রাতে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ মোবারক আলী’র বাড়ির প্রাচীরের গেটের হ্যাজবল কেটে ভাড়াটিয়া মোঃ আব্দুর রউফ গাইন (৪৬) উপার্জনের একমাত্র শেষ সম্বল ব্যাটারি চালিত ইজিবাইক গাড়ী ছিল, যাহার রং- হলুদ, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সাতক্ষীরা পৌরসভা কর্তৃক লাইসেন্স করা আছে, যাহার ক্রমিক নং- ২৮৪। মোঃ আব্দুর রউফ গাইন পিতা- মৃত ইসমাইল গাইন শ্যামনগর উপজেলা নবেকি ইউনিয়নের তালবাড়ীয়া গ্রাম থেকে শহরে মুজিতপুর এলাকায় দীর্ঘদিন যাবত রিক্সা,ভ্যান চালাত অতি কষ্টে ধারদেনা করে সমিতির থাকে লোন নিয়ে ইজিবাইকটি কিনেছিল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু শুধু কান্না আর হতাশা শেষ সম্বল টুকু কেড়ে নিল চোরেরা। তার একমাত্র ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছেলের জন্য ডাক্তার ঔষধ ও সংসারের খরচ জুগিয়ে এই দুর্মূল্যের বাজারে কোনরকম দিনাতিপাত করছিল। তার ইজিবাইক চুরি হয়ে যাওয়া মানসিকভাবে সে অত্যন্ত ভেঙ্গে পড়েছে । এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জানাগেছ একই রাতে সঙ্গবদ্ধ চোর চক্রটি শহরের বিভিন্ন জায়গায় হানাদেয়। এ ব্যাপারে রবিবার (২৭ নভেম্বর ) সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ বরাবর। আব্দুর রউফ গাইন,অভিযোগ দায়ের করেছে। তার চুরি হয়ে যাওয়া ইজিবাইকটি দ্রুত ফিরে পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছে।