মে ১২, ২০১৬ ফটো গ্যালারি বিনোদন ॥ চৈতালি মুখার্জী ॥ —————- কোন এক সন্ধ্যা বেলা ছিল আকাশে তারার মেলা। ঝিরি ঝিরি বাতাসে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে। মনে মনে তোমারি আঁকি-জে কোথায় যেন হারিয়ে নিজেকে। অনাবিল এক ভালবাসাকে খুঁজি ফিরি আমি চারিদিকে। তুমি কোথায়,তুমি কোথায় আমি ভালবাসি তোমাকে।