
অনলাইন ডেস্ক
বলা হয়ে থাকে, মানুষের চোখ নাকি কথা বলে। এ কারণে অনেকেই চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারেন তাদের অনুভূতি। চোখ বিশেষজ্ঞরাও একই কথা বলেন। তাদের মতে, চোখের মণির রং আপনাকে সাহায্য করতে পারে মানুষ সম্পর্কে বুঝতে।
যেসব মানুষের চোখের মণি কালো তারা সাধারণত রহস্যময় হয়। যাদের চোখের মণির রং বাদামি তারা আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী হন। যেসব মানুষের চোখের মণি ধূসর রঙের তারা সাধারণত প্রভাবশালী, দৃঢ় এবং ভদ্র হন।