
ভয়েস অব সাতক্ষীরা ডটকম :
শেষ মূহুর্তেও ছাত্রলীগের দুই সিন্ডিকেটের নেতারা সমঝোতায় পৌঁছতে না পারায় অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে ভোটেই নির্বাচিত হচ্ছে সংগঠনটির আগামীর নেতৃত্ব।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের সমর্থিত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সিন্ডিকেটের প্রার্থী হিসেবে নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন।
অপরদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন সিন্ডিকেট তাদের প্রার্থী এখনও চূড়ান্ত করতে পারেনি। তবে নাছিম-রিপন সিন্ডিকেট থেকে প্রার্থী চূড়ান্তের বিষয়টি প্রক্রিয়াধীন।
রবিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ছাত্রলীগের নেতৃত্বে কারা আসবেন তা ঠিক করতে সাবেক নেতাদের এই দুই সিন্ডিকেটের শীর্ষনেতারা দফায় দফায় বৈঠক করেন।
শনিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে প্রথমে দুই সিন্ডিকেটের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দ্য রিপোর্টকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বচ্ছ ভোটের মাধ্যমেই ছাত্রলীগের নেতা নির্বাচিত হচ্ছে।’