
অনলাইন ডেস্ক ::
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি ছাড়পত্র পেয়েছে। রবিবার বিকেলে সেন্সরবোর্ডে ‘জান্নাত’ ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে বিনা কর্তন ছাড়াই ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয় বোর্ড।
‘জান্নাত’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। খাদেমের মুরিদ হিসেবে দেখা যাবে সাইমনকে। এছাড়াও আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জান্নাত’ ছবিটির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।