জনকণ্ঠ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


288 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
জনকণ্ঠ সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মার্চ ২১, ২০১৬ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
প্রধান বিচারপতির মানহানির অভিযোগে করা এক মামলায় তলবে হাজির না হওয়ায় দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ছাড়া অন্য দুজন হলেন- উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের সভাপতি আরফান উদ্দিন খান।

আরজিতে বলা হয়, “৪ ফেব্রুয়ারি পত্রিকাটির ৬ষ্ঠ পৃষ্ঠায় উপসম্পাদকীয় হিসেবে ‘অবসরের পরে রায় লেখা।। এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে স্বদেশ রায়ের এক লেখায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ২২ বছরের মি. সিনহা গোলাম আযমের সৃষ্ট শান্তি বাহিনীতে যোগ দিয়েছেন। এছাড়া ১৯ ও ২০ জানুয়ারিতেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কয়েকটি বক্তব্য দিয়ে খবর ছাপা হয়, যা মানহানিকর ও মিথ্যা।”

ওই আবেদনের শুনানির পর একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আতিকউল্লাহ খান মাসুদসহ তিনজনকে তলব করেন। ২১ মার্চ (সোমবার) আদালতে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।