‘জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে’


417 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে’
মার্চ ১৭, ২০১৬ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কৃষ্ণ মোহন ব্যানার্জী:
আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবি এম মোস্তাকিম বলেন,  জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এদেশে প্রতিটা মানুষ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তাই নৌকা মার্কার বিকল্প নেই। যত দিন জননেত্রী শেখ হাসিনা এদেশের ক্ষমতায় থাকবে ততদিন আমরাও ক্ষমতায় থাকার স্বপ্ন দেখি। তিনি আরো বলেন,  কেউ যদি ভোটের নামে মানুষ মেরে সস্ত্রাসী কার্যক্রম চালাতে চায় তাদের আশা কোন দিন পুরণ হবেনা।  বিএনপির প্রার্থী রুহুল  কুদ্দুশের উদ্দেশ্য করে বলেন, তুমি আনুলিয়া ইউনিয়নে ছিলেনা মানুষ ভাল ছিল। আর আসার চেষ্টা করোনা। আমরা জনগনকে সাথে নিয়ে সকল সড়যন্ত্র দূর করব।  কারন বহিরাগত সস্ত্রাসী দিয়ে এলাকা দখল করা যায়। জনগন সকল ক্ষমতার অধিকারী।
তিনি বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুলিয়া ইউনিয়নের ৪ওয়ার্ড কর্র্তৃক আয়োজিত উপকারভোগী ও সুধীজনদের সাথে  নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য  এসব কথা বলেন। আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও নৌকার মাঝি আলমগীর আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি  আওয়ামীলীগ নেতা রাশেদ সরোয়ার শেলি।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কসমো পলিটন ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, আলহাজ¦ খালেক সানা, আলী হোসেন মোড়ল, আ: হাকিম সানা,মুক্তিযোদ্ধা রাশিদুল আলম, মোসলেম উদ্দীন, মেম্বর প্রার্থী হাবিবুর রহমান, ডা: অরুন কুমার, হাবিবুর রহমান, শওকত হোসেন, আলহাজ্ব সামসুর রহমান, আব্বাস আলী রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলাম  প্রমূখ। সভায় হাজার হাজার জনগনের কাছে আনুলিয়া ইউপি চেয়ারম্যান লিটনের নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। পরে লিটন আনুলিয়া ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও দালাল মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে জনগনের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানটি  পরিচালনা করেন আছাদুল ইসলাম ও আবু তোহা লিংকন।