
স্টাফ রিপোর্টার:
আগামী ২০ সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আহবানকৃত জনসভা সফল করতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাকালের বাশতলা খেয়াঘাটের মন্দির সংলগ্ন ক্লাব মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সমাজসেবক মনীন্দ্রনাথ বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য কমরেড স্বপন কুমার শীল। মত বিনিময়ন সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মাখাল, লেবুপদ কাজী, নিরঞ্জন মাখাল, রহমান ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, ২০১২ ও ১৩ সালের সহিংসতায় সাতক্ষীরার ষোল শহীদের খুনীদের এখনও পর্যন্ত আইনী শাস্তির আওতায় আনা হয়নি। ওই অপশক্তি এখনও কৌশলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে ২০১৪ সালে সহিংসতা সৃষ্টিকারী হেফাজতও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আমাদের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
এসব অপশক্তির বিরুদ্ধে সাতক্ষীরাবাসীকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ২০ মে জনসভা দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসভা আপামর সাতক্ষীরাবাসীর।
##