জন্মদিনে ইউটিউব চ্যানেল চালু করলেন শাকিব খান


459 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
জন্মদিনে ইউটিউব চ্যানেল চালু করলেন শাকিব খান
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইনব ডেস্ক ::
নিজের জন্মদিনে ভিডিও শেয়ারের সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে নিজস্ব চ্যানেল চালু ক্রলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।

বুধবার সন্ধ্যায় বঙ্গ’র সঙ্গে একীভূত হয়ে ‘শাকিব খান অফিসিয়াল’ নামের এ ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করেছে। যাতে শাকিব খান অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও এবং অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দা সিনসহ ছায়াছবির বিভিন্ন প্রচারণামূলক ভিডিও ও অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে।

সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যাতে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গ’র ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

শাকিব খান বলেন, যুগ বদলাচ্ছে, আনন্দ বিনোদনের ক্ষেত্রে সিনেমা হল ও টিভি চ্যানেলের পাশাপাশি সমান গুরম্নত্ব পাচ্ছে ইউটিউব ও অন্যান্য ডিজিটাল পতাটফর্ম। কিন্তু সঠিক উদ্যোগ ও পরিকল্পনার অভাবে আমাদের চলচ্চিত্রগুলো ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক দিক নির্দেশনার অভাবে ডিজিটাল পতাটফর্মগুলো থেকে উপার্জিত অর্থ, ঘরে নিতে পারছেন না এর সঙ্গে সংশিতষ্টরা। অথচ ইউটিউব থেকে একজন শিল্পী বছরের পর বছর রয়্যালিটি পেতে পারেন। ইউটিউব উপার্জিত অর্থ দিতে পারে প্রযোজক-পরিচালক-শিল্পী ও কলাকুশলীর পরিবারকে স্বচ্ছলতা।

তিনি আরও বলেন, নামে বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অপপ্রচার ও ভুল তথ্যের কারণে অনেক সময় শিল্পীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়। তারা মানসিক চাপের শিকার হয়ে কাজের প্রতি মনোযোগী হতে পারেন না। তাদের দুরত্ব বেড়ে যায় ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে। অথচ শিল্পীর ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দর্শক ও ভক্তদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারে। তারকা-ভক্ত সম্পর্কটি হয়ে উঠতে পারে আরও সাবলীল, আরও উপভোগ্য।