
অনলাইন ডেস্ক ::
বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের গাজীপুর অংশে জলাবদ্ধতা তৈরি হওয়ায় রাজধানীর খিলক্ষেত, উত্তরা-বিমানবন্দর এলাকায় দেখা দিয়েছে ব্যাপক যানজট। তাই জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ ব্যাবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়।
সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু সকাল থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ছিল বৃষ্টি।
ঝড়ের বিপদ কাটার পর সকালে বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি নাগরিকদের ভোগান্তিতে ফেলেছে।