
অনলাইন ডেস্ক ::
দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকার পর তা স্থগিত করেছে বিএনপি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও দলের পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে দলের সিনিয়র নেতাদের এই বৈঠক মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হওয়ার কথা ছিল।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল।
তবে মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, অনিবার্য কারণবশত বৈঠকটি স্থগিত করা হয়েছে।