জলাবদ্ধতার কারণে তালায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা


477 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
জলাবদ্ধতার কারণে তালায় ৩০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
আগস্ট ১, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার  :
বৈরী আবহাওয়া ও  গত কয়েকদিনের টানা ভারী বর্ষনে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, ইতিমধ্যে তালা উপজেলার রাড়িপাড়া, কড়াইল, মাঝিয়াড়া, সোনার বাংলা, নোয়াপাড়া, তালা মডেল প্রাথমিক বিদ্যালয়সহ ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলোর শ্রেণিকক্ষে হাঁটু পানি উঠে গেছে। ফলে সেখানে শিশু শিক্ষার্থীদের ক্লাস করা ঝ৭ুকিপূর্ণ।
প্লাবিত এসব স্কুলের একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি নেই। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। আসবাবপত্রসহ কাগজপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন জানান, কলারোয়ার গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে গেছে। তবে, ওই স্কুলের শিক্ষা কার্যক্রম পার্শ্ববর্তী একটি মসজিদে চলছে। এছাড়া একটি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানেও শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। তবে, পরিস্থিতির অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে।