
আব্দুর রহমান মিন্টু :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পর্কে এই আলোচনা অনুষ্ঠিত হয়। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে শত শত আওয়ামী লীগের নেতা-কর্মী শোক র্যালী নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়।
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু সায়ীদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের উথ¥ান হতে দেওয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্রে যারা এখনও বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দেশে ফেরত এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে হবে।
এই সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শওকাত হোসেন, ফিরোজ কামাল সুভ্রো, শেখ আশরাফুর হক, যুবলীগ নেতা আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা আহসান হাবিব অয়ন, তানভীর আহমেদ সুজন।