
ভয়সে অব সাতক্ষীরা ডটকম ডস্কে :
জাতীয় পতাকা নিয়ে ইরানিদের উল্লাস। পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তির সঙ্গে ইরানের সমঝোতায় উল্লসিত মানুষ গত মঙ্গলবার ইফতারের পর তেহরানের রাজপথে নেমে আনন্দ করে l ছবি: এএফপিপরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর গত মঙ্গলবারের ঐতিহাসিক সমঝোতা অনুমোদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ভোটাভুটি হতে পারে। এদিকে প্রত্যাশামতোই যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিকেরা ওই সমঝোতার কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, চুক্তির ফলে তেহরানকে এখন আর আন্তর্জাতিক হুমকি মনে করা হবে না। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির।