
এম. বেলাল হোসাইন :
৯ জানুয়ারী ঐতিহাসিক জাতীয়করণ দিবসের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালার শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদরের শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন, পরিমল কুমার, আব্দুল আওয়াল, বিধান চন্দ্র, একরামুল কবির, কালিগঞ্জের আবু বকর সিদ্দিক, আশাশুনির বিশ্ব রঞ্জন সরকার, তালার উম্মে সালমা প্রমুখ।
আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ সারা দেশের প্রাথমিক শিক্ষকরা জাতীয় স্কেলে বেতন পাচ্ছে। এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি তিনি ক্ষমতায় থাকলে ভবিষ্যতে শিক্ষকসহ দেশের সর্বস্তরের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে।