
আমিনা বিলকিস ময়না ::
পাটকেলঘাটার রবীন্দ্রসদনের বটমুলে বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অধ্যাপক আছাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন বিশ্বজিৎ সাধু, পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল¬াহ কায়সার সুমন, পুলক কুমার পাল, ইউনিয়ন জাসদের সভাপতি শেখ জাকির হোসেন, অধ্যাপক দেবজিৎ কুমার মিত্র, পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়, অধ্যাপক বিমল বিশ্বাস প্রমুখ।
এসময় পরিষদের শিল্পী বৃন্দ জাতীয় কবির স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক অরুন বিশ্বাস।
##