
নিজস্ব প্রতিনিধি :
রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইয়াছির প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক মিজানুর রহমান হিমুকে অপহরনের পর গুলি ও শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার দুপুরে আয়োজিত মানববন্ধনে জেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক বদরুজ্জামান বদুর সভাপতিত্বে ও সদস্য সচিব আকরামুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক খালিদুর রহমান খালিদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম সাধারন সম্পাদক রাজিবুল্লাহ রাজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবুল কালাম সুজন, যুগ্ম আহবায়ক কাইসারুজ্জামান হিমেল, মনোয়ার হোসেন রুমি, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি রাজ, সাধারন সম্পাদক রোজনুজ্জামান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রান্ত, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মাজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে হামলা ও হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।