
আব্দুর রহমান ::
আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযোদ্ধা সন্তানদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাঁশদহ্ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভায় ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।
বক্তারা বলেন, ‘নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দকে মাঠে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিটি নেতাকর্মীকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।’
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাঁশদহ্ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আব্দুর রহমান প্রমুখ।
##