
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশুদের সর্ববৃহৎ প্রতিযোগিতা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা/২০১৬ এ জাতীয় পর্যায়ে সাতক্ষীরা জেলার শিশুরা চিত্রাংকন ও দেশাত্বাবোধক সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
চিত্রাংকন ক-বিভাগে শুভজিত বন্দোপাধ্যায় ও দেশাত্বাবোধক সংগীত খ-বিভাগে সুস্মিতা সাহা বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার জন্য সুনাম বয়ে এনেছে। বিজয়ী শিশুরা আজ বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা কার্যালয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিজয়ী শিশুদের শুভেচ্ছা ও অভিন্দন জানান এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনার জন্য আহবান জানান।–প্রেস বিজ্ঞপ্তি