
* শহীদ নুর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায়
আসাদুজ্জামান :
শহীদ নুর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দাখিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম বাদী হয়ে আমলী আদালত-১ এ মামলাটি দাখিল করেন।
আদালতের বিজ্ঞ বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আদেশ দেননি। সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ জানান, যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন জাতীয় সংসদ সদস্য সেহেতু আইন কানুন দেখে পরবর্তিতে এই মামলার সিদ্ধান্ত জানাবে আদালত।
মামলার বাদি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন সংসদ সদস্য আর এ কারনেই বিজ্ঞ বিচারক আইন কানুন ভাল করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ প্রদান করবেন।