
অনলাইন ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সগুলোতে ভর্তি কার্যক্রম আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন করা যাবে।
আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
এ কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৩ অক্টোবর থেকে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।