
স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা, অনুদানের চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা কাটিয়াস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সৈয়দ আব্দুল মইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শাহবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টর ট্রেইনার মাওঃ আবুল কালাম, ফিল্ড সুপার ভাইজার আবু ইউসুফ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুস্তো ১৪জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রত্যেকের ৩হাজার টাকা করে সহায়তা অনুদানের চেক এবং ১৪ জন ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেকে ১২হাজার টাকা করে বিতরণ করেন।
শোক দিবসে সাতক্ষীরা বিদ্যুৎ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় শোক দিবসে নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকো কোঃ লিঃ সাতক্ষীরার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাতক্ষীরা বিদ্যুৎ অফিস চত্তরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাহী প্রকৌশলী কওছার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী জুয়েল রানা, উপ প্রকৌশলী মতিয়ার রহমান, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগ (২১৩৮) সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিদ্যুৎ শ্রমিকলীগ (২১৩৫) সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি জহিরুল আসিলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, আব্বাস আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা বিকাশ চন্দ্র।
শোক দিবসে প্রবীণ আবাসন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয শোক দিবসে সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্রে আলৈাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের সিটি কলেজের পিছনে মেহেদী বাগে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শেখ সেলিম উল্লাহ, অধ্যাপক সাব্বির আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।