
স্টাফ রিপোর্টার :
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদয়াপন উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকাল ৫টায় ইটাগাছায় দলীয় কার্যালয়ে উক্ত শোক দিবসের প্রস্তুতি সভা এবং ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ফরিদা পারভিন, আবুল কাশেম, প্রতিমা রানী দে, জেলা ছাত্রলেিগর যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াছ কবির, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রবীণ সমর্থক গোষ্ঠির সভাপতি ওমর আলী, সম্পাদক মনিরউদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাকাউদ্দীন সরদার, তরুণলীগের কামরুল হাসান, মোজাম্মেল হক, নুর আলী গাইন, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।