জাতীয় সংগীতের অমর্যাদা দেশদ্রোহিতার শামিল: অ্যাটর্নি জেনারেল


425 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
জাতীয় সংগীতের অমর্যাদা দেশদ্রোহিতার শামিল: অ্যাটর্নি জেনারেল
মার্চ ২৪, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
জাতীয় সংগীতের বিকৃতি প্রতিরোধের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একটি স্বাধীন দেশ ও জাতীয় সংগীতের জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাংলাদেশি শহীদ হয়েছিলেন। ২ লাখ মা-বোনে সম্ভ্রম হারিয়েছিলেন। জাতীয় সংগীত সংবিধানের স্বীকৃতি। এটা রক্ষা করা সবার দায়িত্ব। জাতীয় সংগীতের অমর্যাদা করা দেশদ্রোহীতার শামিল। নতুন প্রজন্মের কাছে জাতীয় সংগীতের মর্যাদা সঠিকভাবে তুলে ধরতে হবে।

শনিবার মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি সোনারং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টঙ্গিবাড়ি উপজেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন রবীন্দ্র সংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয় ও বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় যুগ্মভাবে প্রথম স্থান, টঙ্গিবাড়ি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান ও পুরাডিসি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, জাতীয় সংগীত ও দেশপ্রেম ওতপ্রোতভাবে জড়িত। আজকের যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়া জরুরী। কারণ এ গানের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা জড়িত। জাতীয় সংগীতের সঙ্গে ত্রিশ লাখ শহীদের রক্তের সম্পর্ক রয়েছে। তাই জাতীয় সংগীতের শুদ্ধ বিস্তার ঘটাতে আজকের আয়োজন।

সোনারং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, সেলিম আহমেদ মোড়ল, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কমলা ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা নাসিমুল আলম কাজল, মুক্তিযোদ্ধা শেখ আজহার হোসেন, স্বপন মাঝি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিমল পাল, বিক্রমপুর ফাউন্ডেশনের নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী আক্তার হোসেন লাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস আহমেদ মোল্লা প্রমুখ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। আমিও তাই করবো।