
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
জাপানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে দেশটির রাজধানী টোকিও থেকে মধ্য অঞ্চলীয় নাগানোর একটি অবকাশ যাপন কেন্দ্রের যাওয়ার সময় একটি পাহাড়ঘেঁষা স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। খবর সিএনএনের
বাসটিতে ৪১ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই নিহত হয় ১৪ জন। বাকিরা সবাই আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন।
জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশকেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন।