
ইব্রাহিম খলিল :
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাসির রায় বহাল থাকায় জামায়াতের ডাকা হরতালের কোন প্রভার পড়েনি সাতক্ষীরায়।
এদিকে, জামায়াতের ডাকা হরতালে নাশকতা এড়াতে পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও কোন মিছিল-মিটিং-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
অন্যান্য দিনের মত জেলার সকল রুটে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে । অফিস আদালত ব্যাংক, বীমা, স্কুল, কলেজ খোলা রয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও স্বাভাবিকভাবে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান রাতে নাশকতার আশংকায় জামায়াত-শিবিরের ৮ জন, বিএনপির এক জন ও নিয়মিত মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন ।