
আকরামুল ইসলাম ::
সাতক্ষীরার তালা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে হাইকোর্টের দ্বৈত বেজ্ঞ শুনানী শেষে জামিন আবেদন মজ্ঞুর করেন বিজ্ঞ বিচারক।
শুনানী করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আলী ও বিচারপতি ফিজির আহম্মেদ চৌধুরী শুনানী করেন।
আসামী পক্ষের শুনানী করেন সিনিয়র আইনজীবী আবুল কালাম মঈনউদ্দীন, আইনজীবী সৈয়দা আফসার জাহান ও আজ্ঞুমান আরা বেগম।
আইনজীবী আবুল কালাম মঈনউদ্দীন জানান, শুনানীঅন্তে বিচারপতি ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।
এর আগে গত ৪ এপ্রিল দুই লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ এনে একটি মিথ্যে চাঁদাবাজি মামলা দায়ের হয় তালা থানায়। মামলায় নজরুল ইসলামকে প্রধান আসামী করা হয়।