
অনলাইন ডেস্ক ::
কলকাতার সিনেমার দুই সুপারস্টার জিৎ ও দেব-এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান ওপার বাংলায় স্টেজ শো করেছেন বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখার্জি।
সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন শাকিব খানের হিট ছবি ‘শিকারী’ ও ‘নবাব’র এই নির্মাতা।
জয়দীপ মুখার্জি বলেন, ‘শিকারী’ ও ‘নবাব’ ছবির মাধ্যমে কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও তার ভক্তদল তৈরি হয়েছে। এসব এলাকায় জিৎ, দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে। এটা কিন্তু চারটে খানি কথা নয়!