
প্রেস বিজ্ঞপ্তি :
ছোট পর্দার ব্যস্ততম অভিনেতা নিলয়। অপরদিকে নাটকের নতুন মুখ সানাই। এবার তারা জুঁটিবদ্ধ হয়ে অভিনয় করছেন “ফ্যাশান ঢাকা ডট কম” নাটকে। নাটকটি রচনা করেছেন লুৎফর রহমান। নাট্যরূপ দিয়েছেন জি.এম স্পর্শ ও লুৎফর রহমান। পরিচালনা করেছেন জি.এম সৈকত। আসছে ঈদুল আযাহায় এস.এ টিভিতে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে। “ফ্যাশান ঢাকা ডট কম” নাটকটিতে নিলয়, সানাই ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, লায়লা হাসান, এলিজা, প্রিয়ন্তি, জামি প্রমুখ।
নির্মাতা জি.এম সৈকত জানান- একটি রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নিলওয়র কথাতো নতুন করে বলার কিছু নেই। সে সময়ের ব্যস্ততম অভিনেতা। নাটকে নিলয়ের বিপরীতে সুহি সানাই কে নতুন মুখ হিসেবে দর্শকরা দেখতে পাবে। সানাইয়ের মধ্যে অনেক প্রতিভা আছে। আমার বিশ্বাস সে বড় একজন অভিনেত্রী হতে পারবে।