
অনলাইন ডেস্ক ::
তুরিন বিখ্যাত সাদা কাফনের কাপড়ের জন্য। রোমান ক্যাথলিকদের বিশ্বাস যিশু খ্রিস্টকে তুরিনের এই সাদা কাফনেই মোড়ানো হয়েছিল। তুরিনে জুভদের সেই সাদা কাপড়ে মুড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ। জুভদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলের বড় ব্যবধোনে হারালো জিনেদিন জিদানের শিষ্যরা। কার্ডিফের ফাইনালের পর লস ব্লাঙ্কোসদের কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ জেতার স্বপ্ন আবার শেষ হয়ে গেল বুফনদের।
ম্যাচের শুরুতেই রিয়ালের কাছে বড় ধাক্কা খায় জুভরা। মাত্র ৩ মিনিটের মাথায় দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় থাকা ইসকোর দারুণ পাসে গোল করেন রোনালদো। এরপর দু’দলই আক্রমণ করে খেলেছে। কিন্তু প্রথমার্ধে আর গোল পায়নি কোন দল।
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে রোনালদো করেন এবারের মৌসুমের চোখ ধাঁধাঁনো গোলটি। প্রথমে করিম বেনজেমার বদলি নামা লুকাস ভাসকেস গোলে দারুণ এক শট নেন। কিন্তু বুফন দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তার শট। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। দানি কারভাজাল বল পেয়ে রোনালদোকে ক্রস দেন। সিআরসেভেন দারুণ ক্ষিপ্রতায় ব্যাক ভলি করে ব্যবধান দ্বিগুন করেন।
ম্যাচের ৪৫ ও ৬৯ মিনিটে দুই হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ডের খড়গে পড়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসের সেরা খেলোয়াড় পাওলো দিবালাকে। আর্জেন্টাইন এই তারকার লাল কার্ডে দশ জনের দলে পরিণত হওয়া জুভদের জালে একটু পরেই বল জড়ান মার্সোলা। ম্যাচের ৭২ মিনিটে বক্সের মধ্যে রোনালদোর সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বুফনকে ফাঁকা পেয়ে যান মার্সেলো। গোল করে জুভদের কাফেনে শেষ পেরেক টুকিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।
দিবালার লাল কার্ডের পরে রোনালদোদের সামনে গোল করার আরো সুযোগ ছিল। তবে গোল করতে না পারলেও রোনালদো করেছেন রেকর্ড। চ্যাম্পিয়ন লিগের পরপর ১০ ম্যাচে গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ল লিগের এবারের মৌসুমে করেছেন ১৪ গোল। রিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জুভটের সেমিফাইনাল স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গেছে। কারণ সেমিতে খেলতে হলে রিয়ালের মাঠে তাদের করতে হবে চার গোল। রিয়াল যদি গোল পায় তবে আরো কঠিন হবে সমীকরণ। যে সমীকরণ মিলিয়ে সেমিফাইনাল খেলা জুভেদের জন্য একপ্রকার অসম্ভব।