
আব্দুর রহমান :
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় উন্নয়ন কমিটির সভা ও বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মুুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক, পৌর মেয়র এম,এ জলিল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ প্রমুখ।
সভায় জেলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনা সভা শেষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসান কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক।