
বিজয় মন্ডল, শ্যামনগর ::
শ্যামনগরে অসহায় দুস্থ পরিবারকে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল। বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার ডাক বাংলো ভবনে অানুষ্ঠানিক ভাবে তিনি উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। ০৫ নং কৈখালী ইউনিয়ানের ০১ নং ওয়ার্ড এর রাফিজা খাতুন এর পুত্র, শরিফুল ইসলাম(৩) সে দির্ঘ দিন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা ধীন আছে। তার চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনার সাস্থ সেবা তহবিল প্রাপ্ত এ চেক প্রদান করেন তিনি। এসময় জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল বলেন, এ সহযোগিতার অর্থ আমার ব্যাক্তিগত বা পৈতৃক নয়। এ অর্থ মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিলের টাকা। তিনি সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার করার আহবান জানান।
##