
কামরুজ্জামান মোড়ল ::
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের পাচকেলঘাটা থানার স্থগিত কেন্দ্রের নির্বাচনের বেসরকারি ফলাফলে তালা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল ২৪ ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ১৬ ভোট পেয়েছেন।
এদিকে, সংরক্ষিত নারী সদস্য পদে মাহফুজা সুলতানা রুবি ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দি শাকিলা ইসলাম জুই ৭৫ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাটকেলঘাটা হারুণ-অর রশিদ কলেজ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাটকেলঘাটা থানার ৫টি ইউনিয়নের ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।