জেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


852 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
জেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  অনুষ্ঠিত
মার্চ ২, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

মাহফিজুল ইসলাম আককাজ :
‘‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিটিআই চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক সহযোগিতা দিয়ে আসছে। আজকের এই শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই  কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামুল হক, জেলা অফিসার কিশোরী মোহন সরকার, পিটি আই’ এর (ভারপ্রাপ্ত) সুপার সরওয়ার জাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (সাধারন) শেখ অহিদুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, শিক্ষক শেখ আমিনুর রশীদ, যুবলীগ নেতা মহী আলম, শেখ আলমগীর হাসান আলম সহ কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিকালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।