
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ইউপি সচিব অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকালে সংগঠনের নব নির্বাচিত নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউপি সচিব অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ব্রহ্মরাজপুর ইউপি সচিব সেরাজুর রহমান, সহ-সভাপতি ভাড়াশিমলা ইউপি সচিব কবীরুল আলম, সাধারণ সম্পাদক ধলবাড়িয়া ইউপি সচিব কামরুজ্জামান, দপ্তর সম্পাদক শোভনালী ইউপি সচিব জাহাঙ্গীর আলম, সদস্য কৈখালী ইউপি সচিব নুরুজ্জামান প্রমুখ।
পরে নেতৃবৃন্দ স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক এএফএম এহতেশামূল হক ও জেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
##