
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানকে জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান বিএফএ’র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএফএ সভাপতি বিশ্বজীৎ সাধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফিজুর রহমান আলমগীর, সহ সভাপতি আবুল হোসেন মোঃ মোকছুদুর রহমান, সহ সভাপতি আলহাজ্ব জুনায়েদ হোসেন লস্কর বায়রন, সদস্য মঞ্জুর হোসেন প্রমুখ।