
কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় স্কুল-মাদরাসার প্রধানদের সাথে জেলা শিক্ষা অফিসার মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আবদুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান
শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক ইবাদুল হক, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আব্দুল আলিম, আমিরুল ইসলাম, রবিউল আলম, আ. রহিম, মাদরাসা প্রধান অধ্যক্ষ মুহা.আয়ুব আলি,
আ.সাত্তার, আবু ইউসুফ, আসাদুজ্জামানসহ সকল হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। উল্লেখ্য,অনলাইন এমপিও, আইএমএস এ তথ্য হাল নাগাদ, স্কুলে নিজস্ব প্রশ্নে পরীক্ষা গ্রহণ, এমএমসিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
##