
জয় তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাই
মিনতি করি খোদার কাছে তোমায় যেন হাজার বছর পাই।
বঙ্গবন্ধুর দৌহিত্র তুমি শেখ হাসিনার সন্তান
জন্ম তোমার স্বার্থক হলো রাখতে দেশের মান।
কত রাজপুত্র দেখলাম মোরা- পাইনি তোমার মত-
তারা কুকর্ম আর দূর্নীতিতে হয়েছে শুধু খ্যাত।
বিশ্ব জোড়া-খ্যাতি তোমার নাইকো জুড়ি নাই।
নানা (মুজিবের) মত থাকবে অমর এইতো মোরা চাই।
যুব সমাজ আজ উঠেছে জেগে তোমার আহব্বানে-
তথ্য প্রযুক্তির নতুন বাংলাদেশের আবিস্কারক তুমি বিশ্ববাসী জানে।
সবার হাতে মুঠো ফোন আর ইন্টারনেট আজ সেটাই প্রমাণ করে,
মাতা তোমার প্রেরণা দেন- মোরা তারই আনুসারী।
আজি শুভ এ জন্মদিনে জাতির পিতা মুজিবের কথা স্মরন করি,
নানা আর মাতার আদর্শে তুমি থাকবে বলিয়ান,
কৃতজ্ঞতা ভরে এ জাতি রাখবে মনে তোমার অবদান।
নতুন প্রজন্ম তাকিয়ে আছে শুধু তোমার মুখের দিকে,
জন্মদিনে তাই শ্রদ্ধা জানাই তোমার গর্ভধারিনী মহিয়সী মাকে।
লেখক-
গীতিকবি- এস,এম, জগলুল হায়দার
সংসদ সদস্য,১০৮, সাতক্ষীরা-৪, শ্যামনগর-কালিগঞ্জ (আংশিক)