
অনলাইন ডেস্ক ::
ম্যানচেস্টার ইউনাইটেড অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মার্কাস রাশফোর্ডের গোলে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে । আন্ডারলেখটের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে ২-১ গোলের (৩-২ অ্যাগ্রিগেট) রোমাঞ্চকর জয়োল্লাসে মাতে হোসে মরিনহোর শিষ্যরা।
ম্যানইউর সেমি নিশ্চিতের ম্যাচে উদ্বেগ বয়ে আনে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের ইনজুরি। ২৩ মিনিটে মার্কোস রোহো ও নব্বই মিনিটের পরপরই মাঠ ছাড়তে বাধ্য হন জ্লাতান ইব্রাহিমোভিচ।
গত সপ্তাহে আন্ডারলেখটের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগ ১-১ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়েছিল। ওল্ড ট্রাফোর্ডেও নির্ধারিত সময় থাকে ১-১ সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে একে অপরের জালে বল পাঠায় দু’দল। ম্যাচের ১০ মিনিটেই রাশফোর্ডের পাসে রেড ডেভিলসদের লিড এনে মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। ৩২ মিনিটে ভিজিটরদের সমতায় ফেরান ফ্রান্সের সোফিয়ান হান্নি।
প্রথম পনেরো মিনিটে গোলের দেখা পায়নি কেউই। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাড়তি উত্তেজনা ছড়ায় অতিরিক্ত সময়ে। ১০৭ মিনিটের মাথায় স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে নায়ক বনে যান ১৯ বছর বয়সী রাশফোর্ড। পুরো ম্যাচ জুড়ে